Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিজশ্ব অর্থে ত্রাণ বিতরণ করলেন মহিষাদলের যুবক কামাল সেক

পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহ‍্যবাহী স্থান মহিষাদল।সেখানেই তো জেলার বিখ‍্যাত রাজবাড়ি থেকে শুরু করে অন‍্যান‍্য সব কিছু।
মহিষাদল ব্লকের চাঁপি এলাকায় তিনি খুব পরিচিত মুখ কখনো দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িছেন দিয়েছেন খাদ…



 পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহ‍্যবাহী স্থান মহিষাদল।সেখানেই তো জেলার বিখ‍্যাত রাজবাড়ি থেকে শুরু করে অন‍্যান‍্য সব কিছু।
মহিষাদল ব্লকের চাঁপি এলাকায় তিনি খুব পরিচিত মুখ কখনো দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িছেন দিয়েছেন খাদ‍্য সামগ্ৰী।আবার কখনো মাস্ক বিতরণ করেছেন।না তিনি কোন রাজনৈতিক স্তরের মানুষ নয়।সাধারণ মানুষ।কিন্তু নিজের দেশকে ভালোবাসে।দেশের মানুষকে ও এলাকার মানুষকে ভালোবাসে।তাই তো জাতি ধর্ম না দেখে ছুঁটে যায় তাদের বিপদে।পেশার শিল্প শ্রমীক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস‍্য কামাল শেখ।
যিনি আর পাঁচটা মানুষের থেকে সম্পূন্ন আলাদা।তাঁর ভাবনা চিন্তা খুব গভীরে।তাই তো এই কঠিন পরিস্থিতি লকডাউনে মানুষের পাশে দাঁড়িয়েছেন।সাহায‍্য ও সহযোগিতা করতে।কখনো লিফলেট হাতে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে করোনা সচেতনতা প্রচার করছেন তো কখনো টোটো তে ত্রাণ বজায় করে বেরিয়ে পড়ছেন গ্ৰামের বিভিন্ন প্রাস্তে।পৌঁচ্ছ দিচ্ছেন নিজের সামর্থ‍্য মতো কিছু খাদ‍্য সামগ্ৰী।আশ্বাস দিচ্ছেন চিন্তার কোন কারন নেই আবার আসবো।


খুশি এলাকার মানুষ থেকে শুরু করে জেলাবাসী।উনি বলছেন শুধু আমি ভালো থাকলে হবে  না সবাই কে ভালো রাখতে হবে।তাঁর এই প্রয়াস কে কূর্ণিশ জানিয়েছেন প্রশাসনের কর্তারা।তিনি বারবার কর্মসূত্রে দেশের বাইরে গেছেন।কিন্তু  নিজের দেশকে নিজের জেলাকে ও নিজের গ্ৰামকে ভূলতে পারেননি।তাই তো ছুঁটে এসেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।গ্ৰামবাসীর সঙ্গে কথা বলছেন তাদের অভাব অভিযোগ গুলো শুনছেন।প্রতিবন্দ্বী দের নিজের পকেটের টাকায় খাবার কিনে দিচ্ছেন।ছোট বেলায় বাবা শিখিয়ে ছিলেন মানুষের পাশে দাঁড়াতে হবে।সেই দিন থেকে শুরু হয়েছিল পথচলা।বাড়ির সদস‍্যরা বলছি উনি নিজের রোজকারের বেশিরভাগ অর্থ অসহায় মানুষের সাহায‍্যে এগিয়ে দেন।এলাকার মানুষ বলছেন উনি আমাদের গ্ৰামের গর্ব।যেভাবে সকলের পাশে থাকেন যেন নিজের পরিবার মনে করেন গ্ৰামকে।
আজ নিজের এলাকায় ৫০ টি পরিবারের হাতে চাল,ডাল,আলু,পিঁয়াজ,তেল,সোয়াবিন,মশলা,সাবান তুলে দিলেন।এবং লকডাউন যতদিন চলবে ততদিন এভাবেই মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দিলেন।ও সবাইকে অনুরোধ করলেন বাড়িতে থাকুন,সুস্থ থাকুন লকডাউন মেনে চলুন।

No comments