কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে এক রেশন দোকানদারের বিরুদ্ধে উঠলো জিনিসপত্র ওজনে কম দেওয়ার অভিযোগ।আর এই অভিযোগে সকাল থেকেই সিদ্ধা বাজার এলাকা চত্বরে রীতিমতোই উত্তেজনার পরিবেশ নেয়।রেশন গ্রাহকদের অভিযোগ, বর্তমান লকডাউনের কারনে প্রশাস…
কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে এক রেশন দোকানদারের বিরুদ্ধে উঠলো জিনিসপত্র ওজনে কম দেওয়ার অভিযোগ।আর এই অভিযোগে সকাল থেকেই সিদ্ধা বাজার এলাকা চত্বরে রীতিমতোই উত্তেজনার পরিবেশ নেয়।রেশন গ্রাহকদের অভিযোগ, বর্তমান লকডাউনের কারনে প্রশাসনের তরফ থেকে যে অতিরিক্ত চাল ও রেশনদ্রব্য দেওয়া শুরু হয়েছে,তা বিলিবন্টনে অভিযুক্ত ঐ রেশন ডিলার ওজনে বেশ কয়েক কিলো করেই কম দিচ্ছেন।আর এই অভিযোগেই সকাল থেকে রীতিমতো উত্তেজনা ছড়ায় সিদ্ধাবাজার চত্বরে।
এরপর পরিস্থিতি এতটাই উত্তাপ ছড়ায় যে,ঘটনাস্থলে আসেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এমনকি পাঁশকুড়া থানার পুলিশ( এলাকাটি কোলাঘাট ব্লক,কিন্তু থানা পাঁশকুড়া)। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
No comments