বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর বিডিও অফিসে নানান দাবিতে অবস্থান বিক্ষোভ পালন করে বুধবার। রাজ্য সরকারের রেশন দূর্নীতি,কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত ও কিষাণ গরীব কল্যাণ নিধি যোজনা থেকে রাজ্যবাসিকে বঞ্চিত করা,কোভিড-১৯ ওয়া…
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর বিডিও অফিসে নানান দাবিতে অবস্থান বিক্ষোভ পালন করে বুধবার। রাজ্য সরকারের রেশন দূর্নীতি,কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত ও কিষাণ গরীব কল্যাণ নিধি যোজনা থেকে রাজ্যবাসিকে বঞ্চিত করা,কোভিড-১৯ ওয়ারিয়রগণকে কেন্দ্রের বীমার আওতা থেকে বঞ্চিত করা, রাজ্যবাসীর বিদ্যুৎ বিল মুকুবসহ একগুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে। কাঁথি সাংগঠনিক জেলার যুব সম্পাদক সোমনাথ পাত্রের নেতৃত্বে পটাশপুর-১ব্লকে অভিনব কায়দায় অনশন কর্মসূচি চলছে পটাশপুর ১ বি, ডি, ও, অফিসে সামনে। এই অনশন কর্মসূচি চলবে ৪ দিন ধরে।
No comments