লকডাউনে সকলে যখন গৃহবন্দী তখন বিয়ে বাড়িতে আড়ম্বর খরচ না করে গ্রামের ১৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দিলেন নবদম্পতি সৌমিত্র-সন্দিতা।
হলদিয়ার বাড়বাজিৎ পুর গ্রামে করোনা ভাইরাস রোগ ধরা পড়ার পর গোটা গ্রাম যখন ভয়ে অাতঙ্কিত ঠিক তখন মা…
লকডাউনে সকলে যখন গৃহবন্দী তখন বিয়ে বাড়িতে আড়ম্বর খরচ না করে গ্রামের ১৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দিলেন নবদম্পতি সৌমিত্র-সন্দিতা।
হলদিয়ার বাড়বাজিৎ পুর গ্রামে করোনা ভাইরাস রোগ ধরা পড়ার পর গোটা গ্রাম যখন ভয়ে অাতঙ্কিত ঠিক তখন মাস তিনেক আগে বিয়ের ঠিক হয় বাড়বাজিৎ পুরের সৌমিত্র মাইতির সাথে চাউলখোলা গ্রামের সন্দিতা বেতালের, আজই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
আত্মীয় পরিজন প্রতিবেশীদের আমন্ত্রন না করে ছেলে পক্ষের ২ জন ও মেয়ে পক্ষের ২ জন নিয়ে পাশের গ্রামের গৌরাঙ্গ ধামের মন্দিরে সৌমিত্র সন্দিতার মাথায় সিঁদুর তুলে দেন,https://youtu.be/RgJ11xFV8JQ
সৌমিত্রের বাবা বলেন "আমার এক ছেলে ভেবে ছিলাম ঘটা করে বৌমা আনব কিন্তু লকডাউনের নিয়মের জাঁতাকলে কিছুই করা হল না। তাই এলাকার পঞ্চায়েত সদস্য ও চকদ্বীপা অঞ্চলের শিল্প সঞ্চালক শ্রীকান্ত মাইতির সাথে আলোচনা করে গ্রামের গৃহবন্দী পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করি"
এলাকার তৃনমূল নেতা সুকুমার সামন্ত বলেন "লকডাউনের নিয়ম মেনে বর-কনে, পুরোহিত,বিয়েতে উপস্থিত পাঁচজন সকলে মুখে মাস্ক, ও স্যানিটাইজ করে দুই মিটার দূরত্ব বজায় রেখে বিয়ে সারেন ঐ পরিবার এবং নিজের গ্রামে কয়েকশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তাছাড়া বিয়ে দেখতে আসা কয়েক জন ব্যাক্তিকে মিষ্টি না দিয়ে ঐ নব দম্পতি চাল,ডাল,আলু,পিঁয়াজ,তেল তাঁদের হাতে তুলে দেন"
No comments