আমফানের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার থানার কালিনগর গ্ৰামে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়ল এক যুবকের শরীরে। বেনারস থেকে এসেছিলেন কয়েকদিন আগেই।জানা গিয়েছ, গতকয়েকদিন আগে তার বাড়ি থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় তার লালারসের ন…
আমফানের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার থানার কালিনগর গ্ৰামে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়ল এক যুবকের শরীরে। বেনারস থেকে এসেছিলেন কয়েকদিন আগেই।জানা গিয়েছ, গতকয়েকদিন আগে তার বাড়ি থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।এরপর বুধবার দুপুরে সুতাহাটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সুতাহাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক লক্ষীকান্ত প্রামানিক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত যুবককে অ্যাম্বুল্যান্স করে বড়োমা করোনা হাসপাতালে নিয়ে যায়। তার পরিবারের লোকজনকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/ZQRCENzXDb0

No comments