Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালবৈশাখীর ঝড়ে বাজ পড়ে মৃত ১

এদিকে করোনার প্রকোপ  ওপর দিকে প্রতিদিন বিকেলেই চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জেলা জুড়ে। এদিন পূর্বমেদিনীপুর জেলার পটাসপুর ঘটলো মর্মান্তিক এক ঘটনা। কয়েকদিনের বৃষ্টির জেরে ক্ষেতে ধান কাটতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক কৃষকের।  শুক্রব…




এদিকে করোনার প্রকোপ  ওপর দিকে প্রতিদিন বিকেলেই চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জেলা জুড়ে। এদিন পূর্বমেদিনীপুর জেলার পটাসপুর ঘটলো মর্মান্তিক এক ঘটনা। কয়েকদিনের বৃষ্টির জেরে ক্ষেতে ধান কাটতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক কৃষকের।  শুক্রবার বিকেলে পটাশপুর-১ নম্বর ব্লকের চিস্তিপুর এলাকার ঘটনা। মৃত কৃষকের নাম তপন মালি(বয়স ৩৪)। মৃতের বাড়ি চিস্তিপুর গ্রামেই।
  এদিন বিকেলে  নিজের ক্ষেতে পাকা ধান কাটছিলেন ওই যুবক। সে সময়ই প্রবল বেগে বৃষ্টি নামলে জমির পাশেই একটি গাছের তলায় দাঁড়িয়ে পড়েন তিনি। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে তখন ঝড় বয়ে যাচ্ছিল। ঘনঘন বিদ্যুতের ঝলকও পড়ছিলো। আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবার সুত্রে জানা গিয়েছে, ঝড় বৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হচ্ছিল বলেই বিপদ মাথায় নিয়ে ফাঁকা জমিতে ধান কাটতে গিয়েছিলেন তিনি। আচমকা ঝড় বৃষ্টি আর বাজ পড়ার ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, পটাশপুর সহ গোটা জেলা জুড়েই ঝড় বৃষ্টির দাপট চলায় মাথায় হাত পড়েছে কৃষকদের। মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে বলে চাষীদের দাবি।
 করোনা লকডাউনে অনেকদিন চাষের কাজ বন্ধ থাকায় এমনিতেই সমস্যায় পড়েছেন কৃষকরা৷ধান এবং পানের মতো ফসলের চাষ করে দুর্যোগের জেরে খুবই সমস্যায় পড়েছেন চাষিরা।

No comments