Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ তমলুক ব্লকে

সম্প্রতি আমফান ঝড়ে ব্যাপক অংশের মানুষের ক্ষতি হয়েছে তমলুক ব্লকে। বিশেষ করে পান চাষী, বাহারি পাতাচাষি,মাছ চাষী, কাঁচা বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  তাই অবিলম্বে  ক্ষতিপূরণের দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট দলের নেতৃত্বে তমলুক ব্…



সম্প্রতি আমফান ঝড়ে ব্যাপক অংশের মানুষের ক্ষতি হয়েছে তমলুক ব্লকে। বিশেষ করে পান চাষী, বাহারি পাতাচাষি,মাছ চাষী, কাঁচা বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  তাই অবিলম্বে  ক্ষতিপূরণের দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট দলের নেতৃত্বে তমলুক ব্লকে সাত দফা দাবিতে  শতাধিক ক্ষতিগ্রস্ত চাষিরা আজ বিক্ষোভ দেখায়।
আজকের এই বিক্ষোভে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব মাইতি, শিক্ষক শম্ভু মান্না, সৌমিত্র পট্টনায়েক, সঞ্জয় জানা প্রমূখ ।
এবং প্রত্যেকে বির্পযস্ত চাষী তার ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দেয়।
দলের দাবি যে ক্ষতিগ্রস্ত চাষীদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পচে যাওয়া পুকুর, খাল-বিল সংস্কার করতে হবে ব্লিচিং দিতে হবে। এবং পরিযায়ী শ্রমিকদের সহ সমস্ত জব কার্ড হোল্ডার দের ১০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে দলবাজি দুর্নীতি বন্ধ করতে হবে। ভেঙে যাওয়া ঘরবাড়িতে অবিলম্বের ত্রিপলের ব্যবস্থা করতে হবে।বিদ্যুৎহীন এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।ক্ষতিগ্রস্ত মানুষ শতাধিক মানুষ আজকে এখানে ক্ষতিপূরণের  আবেদনপত্রও জমা করেন।'
তমলুক ব্লকের বিডিও গোবিন্দ দাস স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/0kyDOxUEQ9c


No comments