লকডাউন পরিস্থিতির কারণে খাদ্য যোগানের ঘাটতি অসহায় পরিবারগুলির।অনেকে খাদ্য সামগ্রী কেনার মত সামর্থ্য টুকু নেই।সেই সব মানুষদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা প্রভুপদ আশ্রম।রবিবার প্রভুপদ আশ্রমের পক্ষ থেকে এগরা পুরসভার ১২ন…
লকডাউন পরিস্থিতির কারণে খাদ্য যোগানের ঘাটতি অসহায় পরিবারগুলির।অনেকে খাদ্য সামগ্রী কেনার মত সামর্থ্য টুকু নেই।সেই সব মানুষদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা প্রভুপদ আশ্রম।রবিবার প্রভুপদ আশ্রমের পক্ষ থেকে এগরা পুরসভার ১২নং ওয়ার্ডে অসহায় মানুষদের রান্না করা খিচুড়ি বিতরণ করা হয় রবিবার।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহু,কাউন্সিলর শিল্পা দাস প্রমুখ।
No comments