এই করোনা ভাইরাস (COVID-19) মোকাবিলায় এই লক ডাউন পরিস্থিতিতে সমাজের লকডাউন ফলে অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তৎসহ কর্মহীন হয়ে পড়েছেন তাই তারা এইসব মানুষগুলো পাশে থাকার জন্য শুরু করলো"10 টাকায় 10 রকমের সব…
এই করোনা ভাইরাস (COVID-19) মোকাবিলায় এই লক ডাউন পরিস্থিতিতে সমাজের লকডাউন ফলে অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তৎসহ কর্মহীন হয়ে পড়েছেন তাই তারা এইসব মানুষগুলো পাশে থাকার জন্য শুরু করলো"10 টাকায় 10 রকমের সবজির হাট" যার মাধ্যমে আটটি গ্রামের 300 মানুষদের এই সুবিধা দেওয়া হল , 10 টাকার বিনিময়ে সবাই এক ব্যাগ ভর্তি 10 রকমের সবজি নিয়ে গেল এলাকার মানুষেরা, উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব নেতা তৎসহ নেতাজি সংঘের সম্পাদক দেবজীৎ প্রামাণিক ও এছাড়া উপস্থিত ছিলেন নেতাজী সংঘের সভাপতি উত্তম প্রামানিক মহাশয়,যুগ্ম সহ-সভাপতি শুভঙ্কর প্রামানিক সৈকত মন্ডল,সহ-সম্পাদক মিঠুন বেরা,কোষাধক্ষ্য অমিত প্রামানিক,সক্রিয় সদস্য অনুপম প্রামানিক,শক্তিব্রত আচার,শুশাঙ্কর প্রামানিক সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং আগামী দিনে আরো কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের পাশে, মানুষের সাথে থাকার আশ্বাস দিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব নেতা দেবজিৎ প্রামাণিক মহাশয় এবংএবং ক্লাবের সদস্যবৃন্দ'এছাড়াও মানুষকে সচেতন করে তোলার জন্য মানুষকে আতঙ্কিত হতে না বললেন ও আতঙ্ক ছড়াতে না বললেন এবং লকডাউন মেনে চলতে বললেন এবং নেতাজী সংঘের সভাপতি উত্তম প্রামানিক বলেন যে সর্বসময় শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষের পাশে যে কোন প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নেতাজী সংঘের সভ্য বৃন্দরা করবে.
No comments