গাছের ডাল কাটতে গিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট অল্পের জন্য প্রানে বাঁচলো প্রফুল্ল জানা নামের এক যুবক।ঘটনাটি ঘটেছে কাঁথি ১ ব্লকের হৈপুর গ্ৰামে।জানা গিয়েছে,এদিন দুপুরে ওই যুবক বাড়ির সামনে একটি গাছে উঠে ডাল কাটছিল।সেই সময় গাছের প…
গাছের ডাল কাটতে গিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট অল্পের জন্য প্রানে বাঁচলো প্রফুল্ল জানা নামের এক যুবক।ঘটনাটি ঘটেছে কাঁথি ১ ব্লকের হৈপুর গ্ৰামে।জানা গিয়েছে,এদিন দুপুরে ওই যুবক বাড়ির সামনে একটি গাছে উঠে ডাল কাটছিল।সেই সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার লাইনের ডালটি পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই যুবক।এই ঘটনার পর পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করে।
No comments