বুধবার দুপুর থেকে প্রায় সাত থেকে আট ঘন্টা ধরে চলা ব্যাপক ঝড় বৃষ্টির জেরে প্রভাব পড়লো পান চাষে। সুপার সাইক্লোন এর তাণ্ডবে নন্দকুমার সহ রামনগর,দিঘা,কাঁথি,এগরা প্রমুখ এলাকায় পান চাষে প্রচুর ক্ষতি হয়েছে।পান বরোজের সাথে সাথে নন্দ…
বুধবার দুপুর থেকে প্রায় সাত থেকে আট ঘন্টা ধরে চলা ব্যাপক ঝড় বৃষ্টির জেরে প্রভাব পড়লো পান চাষে। সুপার সাইক্লোন এর তাণ্ডবে নন্দকুমার সহ রামনগর,দিঘা,কাঁথি,এগরা প্রমুখ এলাকায় পান চাষে প্রচুর ক্ষতি হয়েছে।পান বরোজের সাথে সাথে নন্দকুমার থানা এলাকায় বহিচবেড়িয়া, চকচাঁদপোতার পার্শ্ববর্তী এলাকায় লন্ডভন্ড হয়ে গিয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি।চাল থেকে টিনের ছাউনি, এডবেস্টার চাল উড়ে গিয়েছে। সেই সাথে গাছ পালা উপরে পড়েছে। প্রথম থেকে লকডাউনে পানের বাজারে মন্দা, তারপর এই ঝড় বৃষ্টি। নন্দকুমারেরএলাকায় ৯৯% পান বরজ লন্ডভন্ড হয়ে গেছে জানা গেছে।
No comments