কোলাঘাটে কয়েকশ দুুঃস্থ শিশুদের ফল ও বাচ্চাদের খাওয়ার তুলে দেওয়া হলো কোলাঘাটের কয়েকজন সমাজসেবীর উদ্যোগে।শনিবার সকাল থেকে কোলাঘাটের দাসপাড়া এলাকা,সাহাপুর ও খড়িচক পুল এলাকায় প্রায় ৩০০ বাচ্চার হাতে তুলেদেওয়া হয় এই খাদ্যদ্রব্য।এদিনে…
কোলাঘাটে কয়েকশ দুুঃস্থ শিশুদের ফল ও বাচ্চাদের খাওয়ার তুলে দেওয়া হলো কোলাঘাটের কয়েকজন সমাজসেবীর উদ্যোগে।শনিবার সকাল থেকে কোলাঘাটের দাসপাড়া এলাকা,সাহাপুর ও খড়িচক পুল এলাকায় প্রায় ৩০০ বাচ্চার হাতে তুলেদেওয়া হয় এই খাদ্যদ্রব্য।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল ভট্টাচার্য, উৎপল দাস,শান্তনু মাইতি,সমীর সরকার সহ বিশিষ্টজনেরা।এদিন উজ্জ্বল বাবু জানান,এই লকডাউনের সময় অনেক দরীদ্রবাড়িতে কোনরকম কষ্টে সংসার চলছে।বিবিন্ন দল ও সংগঠন চাল,আলু দিয়ে সহায়তা করছেন।কিন্তু বাড়ির ছোটবাচ্চাদের ফল বা ভালো খাবার অর্থনৈত্যিক দিরস্থায় কিনে দিতে পারছেন না।সেইকারনে কোলাঘাটের কয়েকজন সমাজসেবীকে সাথে নিয়েই এই বাচ্চাদের ফল,খাবার এবং হরলিক্স তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।আগামদিন আবারো চেষ্টা করা হবে সহায়তার জন্য।
No comments