Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

July 3, 2025

Weather Location

Breaking News:
latest

আবার মহিষাদলে করোণা পজেটিভ ৩

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এ যখন একদিনে  3জন  পরিযায়ী শ্রমিক এর করোনা ধরা পড়েছে,তখন ও সচেতনতার অভাবে অনেকেই বিনা মাস্ক এবং সামাজিক দূরত্ব না মেনে ঘুরে বেড়াচ্ছে. এই নিয়ে জনগণের একাংশের কাছে সংবাদ মাধ্যমের তরফ থেকে  প্রশ্ন করা …




পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এ যখন একদিনে  3জন  পরিযায়ী শ্রমিক এর করোনা ধরা পড়েছে,তখন ও সচেতনতার অভাবে অনেকেই বিনা মাস্ক এবং সামাজিক দূরত্ব না মেনে ঘুরে বেড়াচ্ছে. এই নিয়ে জনগণের একাংশের কাছে সংবাদ মাধ্যমের তরফ থেকে  প্রশ্ন করা হলে তারা সংবাদ মাধ্যম কে হুমকি দেয়. এবং দুর্ব্যবহার করে. সংবাদ মাধ্যম কে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং এই মহামারীর সময়ে ডাক্তার নার্স এবং পুলিশ দের কাঁধে কাঁধ মিলিয়ে যে সংবাদ মাধ্যম কাজ করছে তাদের প্রতি এই দুর্ব্যবহার প্রশ্নের মুখে ফেলছে.ফের মহিষাদলে মিললো করোনা পজেটিভ। ভিডিও দেখতে ক্লিক করুন।

এক মাস আগে মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরে এক ব্যক্তির করোনা পজেটিভ মিলেছিলো। এবার মহিষাদল থানার গোপালপুর, ঘাগরা এবং বাবুরহাট এই তিন গ্রামে তিন ব্যক্তির শরীরে মিলেছে করোনা নমুনা। আক্রান্ত তিনজন ব্যক্তিকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্ত তিনজনই পরিযায়ী শ্রমিক বলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান।
বাইরে থেকে শহরে দল বেঁধে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসন সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করুক,  চাইছেন মহিষাদলের মানুষজন।https://youtu.be/Vrarmv-198Y

No comments