হলদিয়া সুতাহাটা কাশীপুর আর্য সমাজ এর উদ্যোগে হলদিয়া সুতাহাটা,চৈতন্যপুর,ক্ষুদিরামনগর,নন্দকুমার ও মহিষাদল এলাকায় প্রায় চারশো জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ বিতরণ করা হয়।দুঃস্থদের হাতে দেওয়া হয় চাল,ডাল,তেল,সোয়াবিন …
হলদিয়া সুতাহাটা কাশীপুর আর্য সমাজ এর উদ্যোগে হলদিয়া সুতাহাটা,চৈতন্যপুর,ক্ষুদিরামনগর,নন্দকুমার ও মহিষাদল এলাকায় প্রায় চারশো জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ বিতরণ করা হয়।দুঃস্থদের হাতে দেওয়া হয় চাল,ডাল,তেল,সোয়াবিন ও মশলা বিতরণ করা হয়।উদ্যোক্তারা জানাচ্ছেন করোনা ও আমফানের জোড়া ধাক্কায় ফলে দুঃস্থ ও অসহায় মানুষ রীতিমতো হতাশ ও দিশেহারা।তাই তাদের এই দূর সময়ে আমরা পাশে দাঁড়িয়েছি ও আগামী দিনেও থাকবো বলে আশ্বাস দিয়েছি।
No comments