মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে শুক্রবার মৃত্যু হল গৌরী পাত্র(৪৫)নামের এক মহিলার।মৃত ওই মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার পদিমা গ্ৰামে।জানা গিয়েছে,এদিন বিকেলে পদিমা গ্ৰামের মাঠে বোরো মরশুমের ধান তোলার সময় হঠাৎ ক…
মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে শুক্রবার মৃত্যু হল গৌরী পাত্র(৪৫)নামের এক মহিলার।মৃত ওই মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার পদিমা গ্ৰামে।জানা গিয়েছে,এদিন বিকেলে পদিমা গ্ৰামের মাঠে বোরো মরশুমের ধান তোলার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়।ওই সময় হঠাৎই বজ্রপাতে মাঠেই মৃত্যু হয় ওই মহিলার।এই ঘটনার পর মাঠে থাকা চাষীরা মহিলাকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
No comments