ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর আর্থিক অনুদানে, অভ্যুদয়-হলদিয়া এর সহযোগিতায় এবং চৈতন্যপুর নিউ স্টার এর ব্যবস্থাপনায় ১৫০ পিস মোরগ বাচ্চা এবং প্রত্যেক পরিবারকে 50 কেজি মেষ, একটি করে নোজ মাক্স, একটি করে সাবান, একটি করে …
ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর আর্থিক অনুদানে, অভ্যুদয়-হলদিয়া এর সহযোগিতায় এবং চৈতন্যপুর নিউ স্টার এর ব্যবস্থাপনায় ১৫০ পিস মোরগ বাচ্চা এবং প্রত্যেক পরিবারকে 50 কেজি মেষ, একটি করে নোজ মাক্স, একটি করে সাবান, একটি করে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর সরঞ্জাম ও বাল্ব দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া অভ্যুদয় এর সম্পাদক মাননীয় প্রণব কুমার বেরা মহাশয়, জেলা পরিষদের সদস্য মাননীয় মিলন কুমার পাত্র মহাশয়, চৈতন্যপুর অঞ্চলের উপ-প্রধান মাননীয় তপন কুমার মান্না মহাশয়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত কুমার দাস মহাশয়। এর আগে প্রত্যেক পরিবারকে মোরগ বাচ্চা রাখার জন্য ঘর করে দেওয়া হয়েছে। জানালেন গৌতম হাজরা ক্লাব সম্পাদক
চৈতন্যপুর নিউ স্টার
No comments