নিজস্ব সংবাদ,কলকাতা: এবার করোনা ভাইরাস থাবা বসাল রাজ্যের বিধায়কের শরীরে। আরও বড় বিষয় হচ্ছে আক্রান্ত ব্যক্তি রাজ্যের শাসকদলের বিধায়ক। যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে থাকেন।
জানা গিয়েছে, দক্ষিণ ক…
নিজস্ব সংবাদ,কলকাতা: এবার করোনা ভাইরাস থাবা বসাল রাজ্যের বিধায়কের শরীরে। আরও বড় বিষয় হচ্ছে আক্রান্ত ব্যক্তি রাজ্যের শাসকদলের বিধায়ক। যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে থাকেন।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ওই বিধায়ককে গত সপ্তাহে বাড়ি থেকে তুলে নিয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা। করোনা পরীক্ষার পরে সেই রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সকালের দিকে বিষয়টি প্রকাশ্যে এসেছে। খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আক্রান্ত বিধায়ক মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই থাকেন। যদিও তিনি কলকাতার বিধায়ক নন। তাঁর নির্বাচনী ক্ষেত্র কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই কালীঘাট এলাকায় ওই বিধায়কের ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। শেষ পাওয়া খবর অনুসারে এই মুহূর্তে করোনা আক্রান্ত ওই বিধায়কের অবস্থা স্থিতিশীল।
No comments