কাঁথি মহকুমার মৎস্যজীবীর পক্ষ থেকে জুনপুট হরিপুর,শংকরপুর এলাকার প্রায় ৪০০০ হাজার জন মৎস্যজীবীদের হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চা দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁথির মেরিণ দপ্তর থেকে এই বন্টন করা হয়। এদিনের …
কাঁথি মহকুমার মৎস্যজীবীর পক্ষ থেকে জুনপুট হরিপুর,শংকরপুর এলাকার প্রায় ৪০০০ হাজার জন মৎস্যজীবীদের হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চা দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁথির মেরিণ দপ্তর থেকে এই বন্টন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা মৎস্যজীবীর সহ-সম্পাদক আমিন সোহেল, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার ভূঞ্যা প্রমুখ।
No comments