Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছোট ছোট ক্ষয়িষ্ণু স্পট যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করছে সেচ দফতর

ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান।তার আগে
আপৎকালীন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী কিছু এলাকার ক্ষয়িষ্ণু সমুদ্র বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার কাজ শুরু করলো সেচ দপ্তর  ।জানা গেছে এই কাজ …



ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান।তার আগে
আপৎকালীন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী কিছু এলাকার ক্ষয়িষ্ণু সমুদ্র বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার কাজ শুরু করলো সেচ দপ্তর  ।জানা গেছে এই কাজ গুলির মধ্যে অন্যতম রামনগর ১ ব্লকের  শ্যামপুর জামড়া,শংকরপুর ,কাঁথি ১ ব্লকের জুনপুট, খেজুরি প্রভৃতি ।এলাকায় দ্রুত গতিতে চলছে শাল বল্লি ও বালির বস্তা দিয়ে বাঁধের ক্ষয়িষ্ণু অংশ বাঁধাইয় করা হচ্ছে  ।
কাঁথি মহকুমা সেচ দপ্তরের আধিকারিক স্বপন পন্ডিত জানিয়েছেন এই সমস্ত এলাকার বাঁদ বোল্ডার দিয়ে বাঁধাই করা ছিল ।প্রাকৃতিক কারনেই কোথাও কোথাও বাঁধাই অবস্থা থেকে বোল্ডার বেরিয়ে গেছে ।সেই এলাকাগুলি চিহ্নিত করে কাঠের বল্লি  ও বালির বস্তা ফেলে সারাইয়ের কাজ করা হচ্ছে ।জলোচ্ছ্বাসের ধাক্কা সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

No comments