Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবল ঝড়ে পুর্ব মেদিনীপুর জেলার সর্বত্র প্রচুর গাছ ভেঙ্গে পড়েছে

প্রবল বাতাসে গাছ ভেঙ্গে পড়েছে জেলা জুড়ে
প্রবল বাতাসের জেরে দিঘা সহ পুর্ব মেদিনীপুর জেলার সর্বত্র প্রচুর গাছ ভেঙ্গে পড়েছে ।উড়ে গেছে বহু ঘরের টালি-এসবেস্টারের চালা ।হতাহতের খবর পাওয়া না গেলেও আতংক ছড়িয়েছে সর্বত্র ।তবে খবর পেলেই উদ…




প্রবল বাতাসে গাছ ভেঙ্গে পড়েছে জেলা জুড়ে
প্রবল বাতাসের জেরে দিঘা সহ পুর্ব মেদিনীপুর জেলার সর্বত্র প্রচুর গাছ ভেঙ্গে পড়েছে ।উড়ে গেছে বহু ঘরের টালি-এসবেস্টারের চালা ।হতাহতের খবর পাওয়া না গেলেও আতংক ছড়িয়েছে সর্বত্র ।তবে খবর পেলেই উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছে ন্যাশনাল ডিজাস্টার  রেসপন্স ফোর্স।সৈকত শহর দিঘার ল্যারিকা হোটেলের কাছে ভেঙ্গে পড়েছে গাছ।
অামফান সুপার সাইক্লোনের প্রবল বাতাসে দেশপ্রাণ ব্লকের সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় গাছ ভেঙে ও চালা উড়ে গিয়ে প্রচুর মাটির বাড়ী ও টিন এবং অ্যাসবেস্টাসের বাড়ী ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন বলেন কাঁথি -১,কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২,রামনগর -১ও ২,এগরা -১ ও ২,ভগবানপুর -১ও২,পটাশপুর ১ ও ২ ব্লক সমূহে শত শত বাড়ী বিধ্বস্ত হয়ে পড়েছে। অামফানের প্রলয়ঙ্কারী ঝড়ে কয়েক হাজার বাড়ী ভাঙতে চলেছে। মামুদ হোসেন জেলা প্রশাসনের কাছে ত্রিপল,খাদ্য সামগ্রী,চিকিৎসা পরিষেবা ও ক্যাশ রিলিফ মজুতকরণের অাবেদন জানিয়েছেন।

No comments