১মে শুক্রবার এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুর গ্রামের বেশকিছু অসহায় মানুষদের সেবায় নিয়োজিত হয় ঘোলপুকুরের নবোদয় সংঘ।
যেহেতু সারা দেশজুড়ে চলছে লকডাউন, সেই কারণে এই এলাকার বহু খেটে খাওয়া মানুষ অনেকই কর্মহীন হয়ে পড়ে…
১মে শুক্রবার এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুর গ্রামের বেশকিছু অসহায় মানুষদের সেবায় নিয়োজিত হয় ঘোলপুকুরের নবোদয় সংঘ।
যেহেতু সারা দেশজুড়ে চলছে লকডাউন, সেই কারণে এই এলাকার বহু খেটে খাওয়া মানুষ অনেকই কর্মহীন হয়ে পড়েছে । তাই তাদের পাশে দাঁড়াতে চাল ডাল আলু তেল মসলা দিয়েএই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলে জানায় ক্লাবের সম্পাদক।
এছাড়া ক্লাব সম্পাদক জানান, তারা মানুষের বিপদে আপদে পাশে আছেন থাকবেন।
No comments