লকডাউনকে হাতিয়ার করে সরকারি স্টিকার গাড়ি ব্যবহার করে দিনে দুপুরে চোরাই জৈব সার পাচার করতে গিয়ে গ্ৰামবাসীদের হাতে ধরা পড়ল জৈব সার ভর্তি দুটি গাড়ি সহ ২জন যুবক।বুধবার ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার বালুরঘাটা এলাকায়।এই ঘটনার পর স্থা…
লকডাউনকে হাতিয়ার করে সরকারি স্টিকার গাড়ি ব্যবহার করে দিনে দুপুরে চোরাই জৈব সার পাচার করতে গিয়ে গ্ৰামবাসীদের হাতে ধরা পড়ল জৈব সার ভর্তি দুটি গাড়ি সহ ২জন যুবক।বুধবার ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার বালুরঘাটা এলাকায়।এই ঘটনার পর স্থানীয়রা ওই গাড়ি দুটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান।এরপর ভবানীপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্ৰামবাসীরা বিক্ষোভ দেখান।এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে,পাশাপাশি দুটি গাড়ি সহ ২জন যুবক আটক করে থানায় নিয়ে যায়। বিশেষ সূত্রে জানা যায় হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকা ঈশ্বরদা জলপাই রিভার টাউন কাছে একটি বোট থেকে জৈব ডিএপি সার খালি হচ্ছিল। কোন বৈধ কাগজপত্র না থাকায় এলাকার মানুষ গাড়িটিকে ঘিরে ফেলে। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/InVQ12jhQMc
No comments