সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং রীতিমতো আতঙ্কিত।
https:…
সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং রীতিমতো আতঙ্কিত।
https://youtu.be/6tKJ_bTp1Oo
বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের তালিকায় রেয়েছে।দিনের পর দিন একের পর এক বাড়ছে আক্রান্তের সংখ্যা।শিল্প শহর হলদিয়ার বেশ কিছু এলাকাকে সিল করা হয়েছে।কাজকর্ম থেকে বহু মানুষ আজ বঞ্চিত।অভাবের তাড়নায় আজ তারা রীতিমতো দিশেহারা ও হতাশ।এই পরিস্থিতিতে হলদিয়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় চলছে খাদ্য সামগ্ৰী বিতরণ ও করোনা সচেতনতা শিবির।
এই পরিস্থিতিতে দ্ররিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন।তারা দিন আনি দিন খাই অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্ৰী তুলে দিচ্ছেন।কেউ আবার দুপুরে রান্না করে সাধারণ মানুষকে বসিয়ে পাত পেড়ে খাওয়াচ্ছেন।এই ছবি সমগ্ৰ জেলা জুড়েই ধরা পড়ছে।
আজ রবিবার ছুটির দিনের সকালে শিল্প শহর হলদিয়ার দূর্গাচকে দেখা গেল এক অন্য ছবি।পেশায় ঔষধ ব্যাবসায়ী কিন্ত এলাকার সমাজসেবী হিসেবে পরিচিত।তিনি তাপস রায় হলদিয়া দূর্গাচক শহরে "মেডি পয়েন্ট" নামে এক ঔষধ দোকার এর মালিক।সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার প্রায় ৭০ টা দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্ৰী(চাল,ডাল,আলু,সোয়াবিন,তেল,বিস্কুট,সাবান ও সবজী তুলে দেন।এবং তিনি মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন।সাধারণ মানুষকে বোঝান এবং লকডাউন মেনে চলার পরামর্শ দেন ও বাড়িতে থাকতে বলেন।তাঁর এই মানবিক উদ্দ্যোগ কে কূর্ণিশ জানিয়েছেন এলাকাবাসী।
No comments