করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। গৃহবন্দী হয়ে রয়েছেন প্রায় সকলেই। উপার্জন হারিয়ে অনেকেই দিশেহারা। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও তাদের সাধ্যমত বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন দুস্থ পরিবারগুলোকে। এবার এগিয়ে এ…
করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। গৃহবন্দী হয়ে রয়েছেন প্রায় সকলেই। উপার্জন হারিয়ে অনেকেই দিশেহারা। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও তাদের সাধ্যমত বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন দুস্থ পরিবারগুলোকে। এবার এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার মফস্বলের একটি সংস্থা। মহিষাদলের মাশুড়িয়া গ্রামের রেড স্টার ক্লাব গ্রামের প্রায় একশ পরিবারের হাতে বৃহস্পতিবার তুলে দিলেন আলু, পেঁয়াজ, সোয়াবিন, সঃতেল সহ বিভিন্ন সামগ্রী। আর এতে খুশি এলাকাবাসী। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/wT1AcAmoNeQ

No comments