Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভিনরাজ্যে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ?

বাড়িতে অভাব বাবার সীমিত আয়ে সংসার চলে না তাই, দুমাস আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছিলো মঙ্গল, (১৮) আর বাড়ি ফেরেনি।
গ্রাম, পোস্ট, কুলবাড়ী থানা -চন্ডিপুর এর বাসিন্দা বাবা বাবলু হাইত জানান, চেন্নাইতে একটা লেবার কনস্ট্রাকশনের কাজ…





বাড়িতে অভাব বাবার সীমিত আয়ে সংসার চলে না তাই, দুমাস আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছিলো মঙ্গল, (১৮) আর বাড়ি ফেরেনি।
গ্রাম, পোস্ট, কুলবাড়ী থানা -চন্ডিপুর এর বাসিন্দা বাবা বাবলু হাইত জানান, চেন্নাইতে একটা লেবার কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছিল।
 আর সেই কাজ তার পক্ষে কষ্টোসাধ্য হওয়া, বাড়ি ফিরে আসছি বলে বাড়িতে জানায়।
এর পর হঠাৎই ঘোষণা হলো  জনতা কি কারফিউ ।
তারপর লকডাউন শুরু, চেন্নাই থেকে ট্রেনে বাড়ি ফিরছিল মঙ্গল,
যেহেতু মঙ্গল এর কাছে কোন ফোন ছিল না, তাই রাজু বলে একজনের ফোন থেকে ফোন করে জানায় ।
রাত পর্যন্ত যখন অপেক্ষা করেও ছেলে বাড়ি ফেরেনি , তখন রাজুর কাছে জানতে চাইলে  রাজু বলে আমরা হাওড়া থেকে জেযার আলাদা হয়ে যাই।
সেই থেকে মঙ্গলের আর কোনো খোঁজ মেলেনি।
এই নিয়ে চন্ডিপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করছেন বাব্লু বাবু ।
 দ্বিতীয়বার আবারো গেলে তাদেরকে বলা হয় হাওড়া থানায় অভিযোগ করতে যেহেতু লকডাউন চলছে , তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছেনা হাওড়া কমপ্লেন করতে যাওয়া।
এই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে পরিবারের লোকজনেরা।

No comments