পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার খঞ্চি এলাকায় খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় ন্যায্য মূল্যের রেশন দোকানে মাল কম দেওয়ার অভিযোগ, রেশন দ্রব্যের দাম বেশি নেওয়ার অভিযোগ , এপ্রিল মাসে টোকন এর মাল দেওয়া হয়নি, ওজ…
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার খঞ্চি এলাকায় খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় ন্যায্য মূল্যের রেশন দোকানে মাল কম দেওয়ার অভিযোগ, রেশন দ্রব্যের দাম বেশি নেওয়ার অভিযোগ , এপ্রিল মাসে টোকন এর মাল দেওয়া হয়নি, ওজনে কম সহ একাধিক অভিযোগ এ রেশন দোকান ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ক্রমেই উত্তপ্ত হয়ে এলাকা। ঘটনাস্থলে নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী।
No comments