Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রমজান মাস এবং লকডাউনে দুঃস্থ অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন "সুতাহাটা ভূমির"

পবিত্র রমজান মাস এবং লকডাউন পর্বে দুঃস্থ অসহায় মানুষদের তৃতীয় পর্যায়ের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়ে অনন্য নজির "সুতাহাটা ভূমির"।
দান কিংবা সহযোগিতায় কোন রং বিচার হয়না, মানবিক ভাবনাই এমন উদ্যোগের ভিত্তি।
আজ কয়েকদ…






পবিত্র রমজান মাস এবং লকডাউন পর্বে দুঃস্থ অসহায় মানুষদের তৃতীয় পর্যায়ের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়ে অনন্য নজির "সুতাহাটা ভূমির"।
দান কিংবা সহযোগিতায় কোন রং বিচার হয়না, মানবিক ভাবনাই এমন উদ্যোগের ভিত্তি।
আজ কয়েকদিন যাবত সুতাহাটা এলাকার বিভিন্ন গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্তভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে "সুতাহাটা ভূমির" প্রত্যেকটি সৈনিক। ঠিক একইভাবে আজকেও সকাল থেকে দু:স্থ পরিবারের হাতে ছোলা, চিনি, চিড়ে, তুলে দিচ্ছেন "সুতাহাটা ভূমি" পরিবারের সৈনিকরা।https://youtu.be/IkFvarKhbTs
গৃহবন্দি অবস্থায় এবং পবিত্র রমজান মাসে দরিদ্র জনজাতির মানুষগুলোর যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমাদের এই উদ্যোগ।
অনেক মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ও কিছু মানুষের আর্থিক সাহায্যের মধ্য দিয়েই আমাদের "সুতাহাটা ভূমি" তার মানবসেবা কে এগিয়ে নিয়ে চলছে।
আমরা "সুতাহাটা ভূমি" পুনরায় অঙ্গীকারবদ্ধ যে, ভাইরাসের কাছে মানব কোষ পরাজিত হলেও, মানবিকতার ধ্বংসের স্পর্ধা তার নেই।
 মানবতার সেবায় নিরন্তর পথচলা আমাদের। সমাজ সেবা আমাদের প্রতিজ্ঞা। "সুতাহাটা ভূমি" মানুষের সাথে মানুষের পাশে।

No comments