Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাকৃতিক দুর্যোগে ছবি এঁকে বিদ্যুৎ কর্মীদের পাশে থাকার বার্তা পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া

প্রাকৃতিক দুর্যোগে ছবি এঁকে বিদ্যুৎ কর্মীদের পাশে থাকার বার্তা পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া গুছাইৎ।  ওর চোখের সামনে আমফান ঝড় চারিদিকে এলোমেলো করে দিয়েছে। বিদ্যুৎহীন হয়েগিয়েছে গ্রাম থেকে শহরাঞ্চল। বিদ্যুৎ কর্মীরা দিনরাত এক করে…




 প্রাকৃতিক দুর্যোগে ছবি এঁকে বিদ্যুৎ কর্মীদের পাশে থাকার বার্তা পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া গুছাইৎ।  ওর চোখের সামনে আমফান ঝড় চারিদিকে এলোমেলো করে দিয়েছে। বিদ্যুৎহীন হয়েগিয়েছে গ্রাম থেকে শহরাঞ্চল। বিদ্যুৎ কর্মীরা দিনরাত এক করে প্রতিনিয়ত বিদ্যুৎ ফেরানো চেষ্টা করেই চলেছে। এই কথা গুলো শুনত রিয়া তাঁর  দাদুর রেডিওর আকাশবাণী সংবাদ থেকে।

 রিয়া এই বলছে, আমার বাড়িতে সাতদিন পর ইলেকট্রিক এসেছে।  বিদ্যুৎকর্মীর কাকুরা কতকষ্ট করছে আমাদের জন্য খুঁটি বেয়ে বিদ্যুতিক তার জুড়ছে, গাছের ডাল ইলেকট্রিক তারের উপড় পড়ে থাকা সেই গাছ কেটে সরাচ্ছে। ছোট্টো মেয়ে রিয়া বলছে, এই দুর্যোগ পরিস্থিতিতে বিদ্যুৎকর্মী কাকুদের পাশে থাকুন, ওদের সহযোগিতা করুন।


পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিচবেড়িয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া গুছাইৎ। পিতা নারায়ণ গুছাইৎ পেশায় একজন কৃষক, সেই সাথে নিমতৌড়ী পান পোস্তায় কর্মী হিসেবে নিযুক্ত। মা খুকুমণি গুছাইৎ গৃহিণী ও বিড়ি শ্রমিক। তাদের একটাই কন্যা সন্তান রিয়া। তাদের স্বপ্ন তাদের মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করা। রিয়ার ইচ্ছা বড়ো হয়ে ডাক্তার হবে। অসহায় মানুষদের সেবা করার। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/K7h1mUsLjhM

No comments