Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জামাইষষ্ঠীতে পাঁশকুড়ায় ঘরের সব কিছু নিল চোর

জামাইষষ্ঠীতে পরিবারের লোকজন না থাকার সুযোগে নিশিকুটুম্বের দল সাবার করলো বাড়ির জিনিসপত্র।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের মহাদেবগুছাইতের বাড়িতে।জানাগেছে গতকাল জামাইষষ্ঠী থাকার জন্য …



 জামাইষষ্ঠীতে পরিবারের লোকজন না থাকার সুযোগে নিশিকুটুম্বের দল সাবার করলো বাড়ির জিনিসপত্র।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের মহাদেবগুছাইতের বাড়িতে।জানাগেছে গতকাল জামাইষষ্ঠী থাকার জন্য বিকেল চারটে নাগাদ বাড়ি তালা দিয়েই চলে যান ঘোলবাগুরি গ্রামে শ্বসুরবাড়িতে মহাদেব বাবু। সকালে মহাদেব বাবুর বাবা মনোরঞ্জন গুছাইত গ্রামের কিছুটা দূরবর্তীপ্রান্তে থাকা অন্যএকটি বাড়িথেকে  ছেলে মহাদেবের বাড়িতে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা খোলা।

দেখেই চক্ষু ছানাবড়া হয়ে যায়।জানাযায় দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সোনার গহনা এবং দামী টিভি সব খোয়া যায় মহাদেব বাবুর।এরপর পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়।পুলিশ তদন্ত শুরু করেছে।মহাদেব বাবুর দাবী সোনার গহনা ও দামী এল ই ডি টিভি সহ প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র খোয়াগেছে বলে দাবী করেন।এরকম চুরির ঘটনা এর আগে এলাকায় না ঘটায় এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ ধরা পড়েনি।

No comments