করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।যার জেরে বন্ধ রয়েছে সমস্ত যানচলাচল।ফলে ভিন রাজ্য থেকে কাজ করতে এসে আটকে রয়েছেন বহু শ্রমিক।তাই তাদের কথা ভেবে রাজ্যের পরিবহন রাজ্য উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে মুর্শ…
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।যার জেরে বন্ধ রয়েছে সমস্ত যানচলাচল।ফলে ভিন রাজ্য থেকে কাজ করতে এসে আটকে রয়েছেন বহু শ্রমিক।তাই তাদের কথা ভেবে রাজ্যের পরিবহন রাজ্য উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে মুর্শিদাবাদের প্রায় ৭৫ জন পরিযায়ী শ্রমিদেরকে দুই টি সরকারি বাস করে তাদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হল শনিবার।তাছাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে খুশি শ্রমিকরা। ভিডিও দেখতে ক্লিক করুন,https://youtu.be/K6YX87pMlio
No comments