Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেশনসামগ্রীর ওজন কম দেওয়াকে কেন্দ্র করে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ।

নন্দীগ্রাম২ব্লকের আমেদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত   সাঁইবাড়িতে রেশনসামগ্রীর ওজন কম দেওয়াকে কেন্দ্র করে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
স্থানীয়রা জানান সাঁইবাড়ি গ্রামের ডিলার তপন কুমার সাউ সরকার অনুমো…





নন্দীগ্রাম২ব্লকের আমেদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত   সাঁইবাড়িতে রেশনসামগ্রীর ওজন কম দেওয়াকে কেন্দ্র করে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
স্থানীয়রা জানান সাঁইবাড়ি গ্রামের ডিলার তপন কুমার সাউ সরকার অনুমোদিত ন্যাহ্যমূল্যের  দোকান থেকে যে পরিমাণ চাল দেওয়ার কথা ছিল সেই চালের ওজনের সঙ্গে কোনো মিল ছিল না,


বিক্ষোভকারীরা জানান ডিলার তপন সাহু দীর্ঘদিন ধরে মালের ওজনের পরিমাণ কম দিয়ে আসছিল , আমরা বেশ কয়েকজন একটা দোকানে গিয়ে আমাদের রেশন সামগ্রী ওজন করি ওখানে জানতে পারি প্রায় প্রত্যেকেরই  দুই  থেকে পাঁচ ছয় কেজি করে কম হচ্ছে ।



তাই দোকানে তালা চাবি লাগিয়ে আমরা বিক্ষোভ দেখাই
এই বিষয়ে ডিলার তপন শাহু জানান ভীড় এড়াবার জন্য দুজায়গায় দুটো কাঁটায় মাল দেওয়া হচ্ছিল , যেহেতু এগুলি ইলেকট্রনিক্স কাঁটা একটি কাটায় চার্জ ছিল না সেই কারণে লাইটটি দবদব করে জ্বলছিল স্থানীয়রা ভাবছে যে মাল কম দেয়া হচ্ছে ।  এটাকে এক শ্রেণীর লোক মিথ্যে গুজব রটিয়েছে। চালের পরিমাণ কম দেওয়াকে তিনি অস্বীকার করেছেন।


এই ঘটনায় প্রশাসনিক দপ্তর থেকে লোকজন   উপস্থিত হয়েছেন বলে জানান। ভিডিও দেখতে ক্লিক করুন।



No comments