১৩ই মে বুধবার সকাল ১১টা নাগাদ নন্দীগ্রামের রেয়াপাড়া 33/11 KV Substation এর সামনে বিজেপি যুবোমোর্চা সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে পোষ্টার ও রাজ্যসকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করে।
বিজেপির তমলুক …
১৩ই মে বুধবার সকাল ১১টা নাগাদ নন্দীগ্রামের রেয়াপাড়া 33/11 KV Substation এর সামনে বিজেপি যুবোমোর্চা সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে পোষ্টার ও রাজ্যসকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করে।
বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি প্রলয় পাল বলেন লকডাউন যবে থেকে শুরু হয়েছিল, তখন থেকে রাজ্যসরকার বিদ্যুৎ বিল মুকুবের কথা বলেছিলেন, তাসত্যেও বাড়িতে বিদ্যুৎ বিল পৌঁছে যাচ্ছে, এরই প্রতিবাদে এই বিক্ষোভ, আর রাজ্যসরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরোন করছেন না। তা নাহলে পরবর্তী দিনে বিজেপি এই আন্দোলন চালিয়ে যাবে।
No comments