Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০ তম শুভ জন্মদিন উপলক্ষে গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করে

শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০ তম শুভ জন্মদিন উপলক্ষে, দীঘা আনন্দমার্গ প্রচারক সংঘের নবনির্মিত জাগৃতি ভবনের শুভ উদ্বোধন ও এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ। পৌরহিত্য করেন- আচার্য সুশান্তা নন্দ অবধূত ওআনন্দমার্গ প্রচারক…




 শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০ তম শুভ জন্মদিন উপলক্ষে, দীঘা আনন্দমার্গ প্রচারক সংঘের নবনির্মিত জাগৃতি ভবনের শুভ উদ্বোধন ও এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ। পৌরহিত্য করেন- আচার্য সুশান্তা নন্দ অবধূত ওআনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা ও গুরুদেব
 আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের কাঁথি শাখার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের  কাঁথি- 2, ও কাঁথি -3ব্লকের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আদাবাড়িয়া, উত্তর পুরুষত্তমপুর, ও উত্তরসুকুনিয়া, ও দক্ষিণ সুকুনিয়া, জেঠাইবাড়ি প্রভৃতি গ্রামের 150টি  পরিবারকে sanitiser, চাল, ডাল, আলু, সাবান, বিস্কুট, মুড়ি বিতরণ করেন।

No comments