শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০ তম শুভ জন্মদিন উপলক্ষে, দীঘা আনন্দমার্গ প্রচারক সংঘের নবনির্মিত জাগৃতি ভবনের শুভ উদ্বোধন ও এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ। পৌরহিত্য করেন- আচার্য সুশান্তা নন্দ অবধূত ওআনন্দমার্গ প্রচারক…
শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০ তম শুভ জন্মদিন উপলক্ষে, দীঘা আনন্দমার্গ প্রচারক সংঘের নবনির্মিত জাগৃতি ভবনের শুভ উদ্বোধন ও এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ। পৌরহিত্য করেন- আচার্য সুশান্তা নন্দ অবধূত ওআনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা ও গুরুদেব
আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের কাঁথি শাখার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি- 2, ও কাঁথি -3ব্লকের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আদাবাড়িয়া, উত্তর পুরুষত্তমপুর, ও উত্তরসুকুনিয়া, ও দক্ষিণ সুকুনিয়া, জেঠাইবাড়ি প্রভৃতি গ্রামের 150টি পরিবারকে sanitiser, চাল, ডাল, আলু, সাবান, বিস্কুট, মুড়ি বিতরণ করেন।
No comments