Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক মুখ!দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশন

করোনা সংক্রমন ঠেকাতে আচমকা কেন্দ্র সরকার লকডাউওন ঘোষনা করেছে।তিন দফায় বেড়েছে লকডাউন।দীর্ঘ লক ডাউনের কারনে পুর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার হোটেল গুলোতে আটকে পড়েছেন বহু কর্মী।
সেই সমস্ত শ্রমিকদের কথায় মাথায় রেখে তাদের পাশে…

 
করোনা সংক্রমন ঠেকাতে আচমকা কেন্দ্র সরকার লকডাউওন ঘোষনা করেছে।তিন দফায় বেড়েছে লকডাউন।দীর্ঘ লক ডাউনের কারনে পুর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার হোটেল গুলোতে আটকে পড়েছেন বহু কর্মী।
সেই সমস্ত শ্রমিকদের কথায় মাথায় রেখে তাদের পাশে এসে দাঁড়ালো দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশন।আটকে পড়া হোটেল কর্মী, পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল মঙ্গলবার বিকেলে এসোসিয়েশন অফিসের সভাগৃহে।
উপস্থিত ছিলেন ব্লক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা সংস্থার সভাপতি সুশান্ত পাত্র, যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী তপন মাইতি,সহ সম্পাদক পরমেশ্বর চন্দ,ওসি মোহানা বিনয় মান্না,ওসি দিঘা কৃষ্ণেন্দু প্রধান প্রমুখ।
সংস্থার সভাপতি সুশান্ত পাত্র বলেন আজকে আমার প্রাথমিক ভাবে ২৫০জন হোটেল কর্মীদের খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকে আবার হোটেল কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ করব।

No comments