লকডাউনের ধাক্কা ও দেনার দায়ভার সহ্য করতে না পেরে সোমবার আত্মঘাতী হল কনক মাইতি(৫৬)নামের এক ব্যবসায়ী।তার বাড়ি কাঁথি থানার মহিষাগোট এলাকায়।জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যবসায়ীর বাড়ির ছাদের কড়িকাঠে লাইলন দড়ির ফাঁস লাগানো অবস্থায় …
লকডাউনের ধাক্কা ও দেনার দায়ভার সহ্য করতে না পেরে সোমবার আত্মঘাতী হল কনক মাইতি(৫৬)নামের এক ব্যবসায়ী।তার বাড়ি কাঁথি থানার মহিষাগোট এলাকায়।জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যবসায়ীর বাড়ির ছাদের কড়িকাঠে লাইলন দড়ির ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।এই জানাজানি হতেই কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
No comments