করোনাকে পরাজিত করতে সরকারি তরফে লকডাউন এর সময়সীমা বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে।আর তার মাঝে কাঁথি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন এর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সমাজসেবী সুতপা অধিকারী।মঙ্গলবার কাঁথি…
করোনাকে পরাজিত করতে সরকারি তরফে লকডাউন এর সময়সীমা বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে।আর তার মাঝে কাঁথি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন এর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সমাজসেবী সুতপা অধিকারী।মঙ্গলবার কাঁথি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনের
২৫ জন আবাসিকদের হাতে ফল,বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
No comments