কাঁথির স্কুল বাজারে একটি মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ।ধৃতরা হল মারিশদা থানার অরিন্দম দাস ও নিরুপম দাস।কাঁথি থানা সূএে জানাগেছে ১৯ এপ্রিল কাঁথি স্কুল বাজারে টোটো করে এক মহিলা বাজার ক…
কাঁথির স্কুল বাজারে একটি মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ।ধৃতরা হল মারিশদা থানার অরিন্দম দাস ও নিরুপম দাস।কাঁথি থানা সূএে জানাগেছে ১৯ এপ্রিল কাঁথি স্কুল বাজারে টোটো করে এক মহিলা বাজার করতে আসেন। ওই সময় দুই যুবক বাইকে করে এসে মহিলার ছিনতাই করে পালিয়ে যায়। দুই যুবকের মুখে মাক্স পড়া ছিল। সেই কারণে সিসিটিভির ফুটেজ দুই যুবককে চিহ্নিত করা সম্ভব হয়ে উঠেনি। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ দু'জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।কাঁথি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
No comments