Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়ান দিবসে আভূমি প্রনাম !ভারতের প্রথম প্রধানমন্ত্রী!! তাপস কুমার মাইতি

১৯২০ নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নির্বাচিত হন জহরলাল নেহেরু। সুভাষচন্দ্র বোস তখন অনেক বড় মাপের নেতা...! ১৯২৮ কংগ্রেস ডোমিনিয়ান স্টাটাস দাবী করে। মহাত্মা গান্ধী ঘোষনা করেন বৃটিশ দু’বছরের মধ্যে ডোমিনিয়ান না দিলে ভারত পূর্ন …



১৯২০ নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নির্বাচিত হন জহরলাল নেহেরু। সুভাষচন্দ্র বোস তখন অনেক বড় মাপের নেতা...! ১৯২৮ কংগ্রেস ডোমিনিয়ান স্টাটাস দাবী করে। মহাত্মা গান্ধী ঘোষনা করেন বৃটিশ দু’বছরের মধ্যে ডোমিনিয়ান না দিলে ভারত পূর্ন স্বাধীনতা ঘোষনা করবে!

৩১ডিসেম্বর ১৯২৯ কংগ্রেস সভাপতি রাভী নদীর তীরে এক জনসভায় স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন। ২৬ জুন ১৯৩০ কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করলেন।

... ৩টি গোল টেবিল বৈঠক শেষে ১৯৩৫ ভারত শাসন আইন। ক্রিপস মিশন প্রস্তাব ২য় বিশ্বযুদ্ধ শেষে স্বশাসিত উপনিবেশ এর মর্যদা ভারত পাবে। সাম্প্রদায়িক ভিত্তিতে দেশ ভাগের কথা না থাকায় জিন্না ক্রিপস মিশন বাতিল করে। যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তরের সম্ভবনা না থাকায় প্রস্তাব কে গান্ধী 'পোস্ট-ডেটেড চেক" বলে অভিহিত করেন।

৮ আগস্ট মধ্যরাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত গান্ধীজী ঘোষনা করেন 'ইংরেজ ভারত ছাড়ো' Do or Die

১৯৪৫ বিশ্বযুদ্ধ শেষে ভারতের কেন্দ্রীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক আইনসভা গুলির নির্বাচন ১৯৪৬ শেষ হয়।

১৯৪৬ সালে ২৪ আগষ্ট প্রথম অন্তর্বতী সরকার ঘোষিত হয়। পন্ডিত জহরলাল নেহেরু কে সভাপতি করে ১২জন  মন্ত্রী পরিষদ গঠন হয়।
১৯৪৭ সালে মাউন্টব্যটনের পরিকল্পনায় বৃটিশ পার্লামেন্টে পাস হলো 'ভারতীয় স্বাধীনতা বিল, ১৯৪৭'

১৫ আগষ্ট ১৯৪৭ স্বাধীনতা ভারতের প্রথম প্রধানমন্ত্রীর শপথ নিলেন পন্ডিত জহরলাল নেহেরু।
---------------------------------------
জন্ম: এলাহাবাদ ১৪ নভেম্বর ১৮৮৯ - মৃত্যু: দিল্লী ২৭মে ১৯৬৪

No comments