পূর্বমেদিনীপুর জেলার এগরা থানার এরেন্দাতে সকালেই যুগলের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেলো। প্রাথমিকভাবে প্রতিবেশীদের দাবি, পরকীয়ার জন্যই প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার গ্রামে, পাশাপাশি ঘটনা ঘিরে এরেন্দা গ্রামে চাঞ্চল্য ছড়াল…
পূর্বমেদিনীপুর জেলার এগরা থানার এরেন্দাতে সকালেই যুগলের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেলো। প্রাথমিকভাবে প্রতিবেশীদের দাবি, পরকীয়ার জন্যই প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার গ্রামে, পাশাপাশি ঘটনা ঘিরে এরেন্দা গ্রামে চাঞ্চল্য ছড়ালো। গ্রামবাসীরা সকালে দেখতে পান গোবিন্দ বেরা (৩৫) নিজের বাড়িতে এক মহিলার সঙ্গে গামছা দিয়ে ফাঁসিতে ঝুলছে।মহিলার নাম লক্ষী সেনাপতি বয়স আনুমানিক( ২৮)। বাড়ি কাঁথি থানার মাজনার কাপাসদা গ্রামে। স্বামীর নাম বাসুদেব সেনাপতি মহিলা গোবিন্দের মাস্তুত বৌদি।খবর পেয়ে ঘটনাস্থল থেকে এগরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
No comments