পুরুলিয়া ফিরছেন পূর্ব মেদিনীপুর জেলায় কর্মসূত্রে এসে আটকে পড়া পুরুলিয়ার 44 জন পরিযায়ী শ্রমিক। যাদের মধ্যে 42 জন ইটভাটার কাজের সাথে যুক্ত ছিলেন ও 2 জন জেলার এক নামী হোটেল কর্মী। লকডাউন এর পর থেকেই সবাই পূর্ব মেদিনীপুর এ আটকে ছিলে…
পুরুলিয়া ফিরছেন পূর্ব মেদিনীপুর জেলায় কর্মসূত্রে এসে আটকে পড়া পুরুলিয়ার 44 জন পরিযায়ী শ্রমিক। যাদের মধ্যে 42 জন ইটভাটার কাজের সাথে যুক্ত ছিলেন ও 2 জন জেলার এক নামী হোটেল কর্মী। লকডাউন এর পর থেকেই সবাই পূর্ব মেদিনীপুর এ আটকে ছিলেন। খাওয়ার জুটেছিল ঠিক ই কিন্তু বাড়ি ফেরার টানে কাতর ছিলেন এরা আজ প্রশাসন এর সহযোগিতায় এরা বাড়ি ফিরছেন। সকাল থেকে তমলুকের মানিকতলা সংলগ্ন একটি জায়গার জড়ো করে প্রশাসন এর তরফ থেকে মেডিকেল পরীক্ষা করা হয়। এরপর এদের বাড়ি ফেরানো হয়। একটি সরকারি বাস এ 39 জন ও একটি প্রাইভেট গাড়ি তে 5 জন কে ফেরানো হচ্ছে। যাওয়ার সময় জেলা পুলিশ কর্মী ও স্বাস্থ্য আধিকারিক দের হাত নেড়ে অভিনন্দন জানান এরা অপর দিকে পুলিশের তরফ থেকে হাততালি বাজিয়ে অভিনন্দন জানানো হয়।
No comments