ভেলোর থেকে দ্বিতীয় স্পেশাল ট্রেন এ হিজলী ফিরেছেন 1207 জন। তাদের মধ্যে অনেকেই পূর্ব মেদিনীপুর এর বাসিন্দা। হিজলী থেকে বাসে করে তাদের মেছেদায় পথসাথী করণটাইন সেন্টার এ নিয়ে আসা হয়। করা হয় মেডিকেল চেকআপ, থার্মাল স্ক্রিনিং। এরপর বাড়…
ভেলোর থেকে দ্বিতীয় স্পেশাল ট্রেন এ হিজলী ফিরেছেন 1207 জন। তাদের মধ্যে অনেকেই পূর্ব মেদিনীপুর এর বাসিন্দা। হিজলী থেকে বাসে করে তাদের মেছেদায় পথসাথী করণটাইন সেন্টার এ নিয়ে আসা হয়। করা হয় মেডিকেল চেকআপ, থার্মাল স্ক্রিনিং। এরপর বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। এদের প্রত্যেককেই হোম করণটাইন এ থাকতে বলা হয়েছে। তবে কাউকে পথসাথী করণটাইন সেন্টার এ রাখা হয়েছে কিনা সেই বিষয়ে প্রশাসন এর তরফ থেকে কিছু জানা যায়নি।
No comments