নিজস্ব সংবাদ:এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনা সতর্কতায় সারা দেশ জুড়ে যে লকডাউন চলছে। তাতে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে অসহায় দরিদ্র মানুষদের। এরা কেউ প্রতিবন্ধী, কেউ ভিখারি। দোকানপাট, হোটেল সব বন্ধ থাকায় বেশির ভাগ দিন তাদের …
নিজস্ব সংবাদ:এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনা সতর্কতায় সারা দেশ জুড়ে যে লকডাউন চলছে। তাতে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে অসহায় দরিদ্র মানুষদের। এরা কেউ প্রতিবন্ধী, কেউ ভিখারি। দোকানপাট, হোটেল সব বন্ধ থাকায় বেশির ভাগ দিন তাদের না খেয়েই দিন কাটছিল। আর যাতে না খেয়ে থাকতে হয়, তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় এগরা মহকুমা পুলিশ আধিকারিক আকতার আলির উদ্যোগে পটাশপুর থানার দক্ষিণ খাড় গ্ৰামে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল শনিবার।জানা গিয়েছে,এদিন ওই এলাকার প্রায় দু শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

No comments