Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে বিজেপির ত্রাণ বিতরণ

মহিষাদলঃ বর্তমান করোনা আতঙ্কের জন্য গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। মহামারী করোনার এতটা বৃদ্ধি পেয়েছে যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশের লোকজনের সময়সীমা বৃদ্ধি করেছেন। এমন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে রয়েছেন…




মহিষাদলঃ বর্তমান করোনা আতঙ্কের জন্য গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। মহামারী করোনার এতটা বৃদ্ধি পেয়েছে যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশের লোকজনের সময়সীমা বৃদ্ধি করেছেন। এমন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ। ফলে রুজি-রুটে টান পড়ছে দিন আনা দিন খাওয়া গরীব দুঃখী মানুষদের। গত প্রায় এক মাস ধরে রোজগার একেবারে বন্ধ হয়ে যাওয়ায় পেটে অন্ন কিভাবে জোগাড় করবে সে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। এমন পরিস্থিতিতে এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এদিন মহিষাদল বিধানসভার অন্তর্গত  মণ্ডল ২ গড়কমলপুর গ্রামের ৮৪ নং বুথের প্রায় ৫০ জন গরীব দুস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। সরকারি নিয়ম মেনে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে এদিন সাধারণ মানুষের হাতে চাল, ডাল সহ যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেয় বিজেপি। এদিনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তপন ব্যানার্জি, ওবিসি মোর্চার রাজ্য সদস্য দীপক মালাকার, মহিষাদল ব্লক যুব সহ-সভাপতি শুভদীপ হান্ডা অন্যান্যরা। মহিষাদল ব্লক যুব সহ-সভাপতি শুভদীপ হান্ডা বলেন, "আমরা সবসময় সাধারণ মানুষের সুখে- দুঃখে পাশে রয়েছি। বর্তমান করুন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য।"

No comments