নিজের জন্মদিনে রামনগর,দিঘা এলাকার প্রায় ১০০ জন ভবঘুরের হাতে রান্না করা খাওয়ার তুলে দিলেন রবিশংকর জানা নামের এক যুবক।সৈকত শহর দিঘার বাসিন্দা রবিশংকর ।সমবায় দফতরের কর্মী এই যুবক জানিয়েছে প্রতি বছরই বন্ধুদের সাথে নিয়ে বাড়িতে জন্মদি…
নিজের জন্মদিনে রামনগর,দিঘা এলাকার প্রায় ১০০ জন ভবঘুরের হাতে রান্না করা খাওয়ার তুলে দিলেন রবিশংকর জানা নামের এক যুবক।সৈকত শহর দিঘার বাসিন্দা রবিশংকর ।সমবায় দফতরের কর্মী এই যুবক জানিয়েছে প্রতি বছরই বন্ধুদের সাথে নিয়ে বাড়িতে জন্মদিন পালন হয় তাঁর।এবার করোনা সংক্রমন ঠেকাতে লকডাউনের কারনে গরীব-ভবঘুরেরা খেতে পারছেনা।তাই জন্ম দিনের অনুষ্ঠান বাদ দিয়ে দিয়েছেন।জানিয়েছেন সেই টাকায় প্রায় ১০০ জন ভবঘুরেকে খাওয়ানোর ব্যাবস্থা করেন ।এদিন সকাল থেকেই গাড়ী নিয়ে ঘুরে ঘুরে এই ভবঘুরেদের কাছে গিয়ে রান্না করা খাওয়ার পৌঁছে দিয়ে এসেছেন।তাদের একটা করে সাবানও দিয়েছেন।
No comments