Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা তৃণমূল কাউন্সিলর কে গুলি

করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল  কাউন্সিলর তপন দাস। ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ কাউন্সিলরকে গুরুতর জখম  অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হ…






 করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল  কাউন্সিলর তপন দাস। ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ কাউন্সিলরকে গুরুতর জখম  অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ওই এলাকার কান্তনগরে একটি সুইচগেট পরিদর্শন করতে যান। সেই সময় আচমকাই বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা দ্বিতীয় বার আবার গুলি চালায়। সেই গুলি তার বুকের নিচে লাগে। দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয় এলাকা থেকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তপন বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments