তমলুক শহরে ১১০জন টোটো চালককে মাথাপিছু ১৫কেজি চাল,সাড়ে তিন কেজি আলু এবং দেড় কেজি ডাল তুলে দেওয়া হল রবিবার।জানা গিয়েছে, লকডাউনের কারণে এই মুহূর্তে টোটো চালকরাও ঘরবন্দি। তাঁদের পরিবারে খাদ্যসঙ্কটের কথা মাথায় রেখে এদিন তমলুক শহর ট…
তমলুক শহরে ১১০জন টোটো চালককে মাথাপিছু ১৫কেজি চাল,সাড়ে তিন কেজি আলু এবং দেড় কেজি ডাল তুলে দেওয়া হল রবিবার।জানা গিয়েছে, লকডাউনের কারণে এই মুহূর্তে টোটো চালকরাও ঘরবন্দি। তাঁদের পরিবারে খাদ্যসঙ্কটের কথা মাথায় রেখে এদিন তমলুক শহর টোটোচালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া ১১০জনের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন। সেইসঙ্গে লকডাউন চলাকালীন প্রত্যেককে বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেন।

No comments