চৈত্র-বৈশাখের দুপুরে লাল মিষ্টি দইও অনেকের প্রিয়।টানা লকডাউনের জেরে সেই মিষ্টি-সুখ ভুলতে বসেছিল বাঙালি।মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনে চার ঘণ্টার জন্য কিছু মিষ্টির দোকান খোলা হচ্ছে অরণ্যশহরে।কিন্তু সেই মিষ্টি কতটা নিরাপদ তা নিয়েই প…
চৈত্র-বৈশাখের দুপুরে লাল মিষ্টি দইও অনেকের প্রিয়।টানা লকডাউনের জেরে সেই মিষ্টি-সুখ ভুলতে বসেছিল বাঙালি।মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনে চার ঘণ্টার জন্য কিছু মিষ্টির দোকান খোলা হচ্ছে অরণ্যশহরে।কিন্তু সেই মিষ্টি কতটা নিরাপদ তা নিয়েই প্রশ্ন ক্রেতাদের একাংশ।কারণ,ঝাড়গ্রাম শহরে হাতেগোনা যে ক’টা মিষ্টির দোকান খোলা হচ্ছে,সেখানে মিষ্টি তৈরিতে উপযুক্ত স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে তা নজরদারি করার পরিস্থিতি নেই।

No comments