করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব যখন বদ্ধ ঘরে আবদ্ধ তখন জেলায় জেলায় রক্তের সংকট দূর করতে রাজ্য প্রশাসনের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে মারিশদা থানার ব্যাবস্থাপনায় আজ রক্তদান শিবির এর আয়োজন করা হয়,
প্রায় ষাট জন সিভিক ভলেন্টিয়…
করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব যখন বদ্ধ ঘরে আবদ্ধ তখন জেলায় জেলায় রক্তের সংকট দূর করতে রাজ্য প্রশাসনের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে মারিশদা থানার ব্যাবস্থাপনায় আজ রক্তদান শিবির এর আয়োজন করা হয়,
প্রায় ষাট জন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কনস্টেবল ও মহিলা পুলিশ এই রক্তদান শিবিরে অংশগ্রহন করেন
উদ্বোধক ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মাননীয়া ইন্দিরা মূর্খাজি( আই. পি.এস),
মারিশদা ও. সি মাননীয় অমিত দেব

No comments