ত্রানে খাসী মাংস কষা-মাছ ভাজা-সব্জী-ভাত লকডাউন চলছে সারা দেশ জুড়ে ।এর ফলে উপার্জনে টান পড়েছে সকলের।
এর মধ্যে মাছ-মাংসে দাম চড়া ।ফলে মাছ-মাংস থেকে একটু দুরত্ব রাখতে হচ্ছে সাধারন মানুষকে।এবার সাধারন মানুষের মাছ-মাংস খাওয়ার ইচ্ছা প…
ত্রানে খাসী মাংস কষা-মাছ ভাজা-সব্জী-ভাত লকডাউন চলছে সারা দেশ জুড়ে ।এর ফলে উপার্জনে টান পড়েছে সকলের।
এর মধ্যে মাছ-মাংসে দাম চড়া ।ফলে মাছ-মাংস থেকে একটু দুরত্ব রাখতে হচ্ছে সাধারন মানুষকে।এবার সাধারন মানুষের মাছ-মাংস খাওয়ার ইচ্ছা পুরনে এগিয়ে এলো কাঁথির মুন্ডমারী সার্বজনীন দূর্গাৎসব কমিটি ও দেশপ্রান লায়ন্স ক্লাব।কাঁথি পৌরসভার আঠিলাগড়ি এলাকার বাসিন্দা প্রায় ২০০টি পরিবারের হাতে এদিন রান্না করা খাওয়ার তুলে দেওয়া হল ।মুন্ডমারি কালী মন্দির প্রাঙ্গনে সোস্যাল ডিস্টেন্স বজায় রেখে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল খাসী মাংস কষা,মাছ ভাজা,সব্জী তরকারী ও ভাত ।মুন্ডমারী সার্বজনীন দূর্গাৎসব কমিটি অর্ঘ পানিগ্রাহী,দেশপ্রান লায়ন্স ক্লাবের মানস রঞ্জন গিরি,অমিত কামিলা,রূপক গিরি প্রমুখ।লকডান চলাওকালীন আগামী রবিবার গুলোতেও একই ভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তাঁরা জানান
No comments