Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট সিদ্ধা ২ গ্রামপঞ্চায়েত কোলসর এলাকায় দুঃস্থ পরিবারের বাড়িতে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র

বিকেলে কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রামপঞ্চায়েত এলাকার কোলসর সহ বেশকয়েকটি এলাকায় দুঃস্থ পরিবারের বাড়িতে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র।এদিন হঠাৎই বিভিন্ন মানুষজনের বাড়িতে দেখা করে,কতটা এইলকডাউনের জেরে সমস্যায় রয়েছেন …




 বিকেলে কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রামপঞ্চায়েত এলাকার কোলসর সহ বেশকয়েকটি এলাকায় দুঃস্থ পরিবারের বাড়িতে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র।এদিন হঠাৎই বিভিন্ন মানুষজনের বাড়িতে দেখা করে,কতটা এইলকডাউনের জেরে সমস্যায় রয়েছেন তা খবর নেন এবং পরে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।এদিন বেশকিছু দরীদ্রসীমার নীচে থাকা মানুষজনদের বাড়িতে যান ও খাদ্যসামগ্রী হাতে তুলে দেন।সুমিত্রা দেবী জানান,লকডাউনের জেরে অনেক দরীদ্র মানুষ কষ্টে আছে।অনেক মানুষই বিভিন্ন জায়গায় ত্রানসাহায্য পাচ্ছেন।আবার অনেকে নাও পেতে পারেন,তাই এই চরম সমস্যার দিনে খোঁজখবর নেওয়া আর তার পাশাপাশি কিছু সাহায্য তুলে দেওয়ার লক্ষেই এই গ্রামে গ্রামে আসা।

No comments